বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির সাংবাদিক সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল এর সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ এর মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী এর মিরসরাই প্রতিনিধি), মো. জহিরুল ইসলাম (আমার সংবাদ এর সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন এর মিরসরাই প্রতিনিধি ও দৈনিক সাঙ্গু’র নিজস্ব প্রতিবেদক মিরসরাই) এর জামিন মঞ্জুর করেন।
মামলায় বিবাদী পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খাঁন রনি, রেদোয়ান উদ্দিন।
প্রসঙ্গতঃ ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোণামে প্রকাশিত সংবাদ এবং দৈনিক সাঙ্গুতে ‘সাংবাদিক পরিচয়ে প্রতারণাই ওদের উদ্দেশ্য’ শিরোণামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেয়ার করায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা (নং- ৭০/২১) দায়ের করেন।
মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা রাজু হত্যার আসামি ইউপি সদস্য শাহীন গ্রেফতার
মিরসরাই :: মিরসরাইয়ের জোরারগঞ্জে ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু (২৭) নামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য শাহিনুর ইসলাম প্রকাশ শাহীনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন। শাহীন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, ইব্রাহিম রাজু হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামী শাহিনকে র্যাব-৭ গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোরারগঞ্জ বিশ্ব রোড দরবারটিলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজু নামের এই ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়।
নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিন ও সুরমা বেগমের পুত্র এবং তিন নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে ঐদিন নুর উদ্দিন ও সোহেল নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
তারপর নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তারপর থেকে প্রধান আসামি ইউপি সদস্য শাহীন পলাতক ছিলো।