সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কান্ডখান
দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কান্ডখান
প্রতুল মুখোপাধ্যায় :: দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কান্ডখান
তুমি এখন বাংলাদেশী,আমারে কও ইন্ডিয়ান!
দুঃখ কিছু ছিল মনে
দুঃখেরে কই যাওরে ভাই
সাঁজ বেলায় আদরের ডাকে কেমনে বলো মুখ ফিরাই?
চলো মন, মা - বাবার ভূমি
দেখি নিজের ভাই বোনে
শুনছি নাকি কারা আজও
এই পাগলের গান শোনে!
দুই জনেই বাঙালি বন্ধু
বাংলা দু’জনেরই জান
দুইয়ের মুখেই বাংলা কথা দু’য়ের গলায় বাংলা গান৷