রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০সেপ্টেম্বর)সকালে সমসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগ সভাপতি আজিজ মন্ডল। অনুষ্ঠানে বিশা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কৃষক কৃষি পণ্যের নায্য মূল্য পাচ্ছেন। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সার-তেলের সংকট হয়না। বিএনপি সরকারের মত কাউকে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়নি। কৃষক যেনো এক ছটাক জমি অযথা ফেলে নারাখে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। এসময় বিএনপি-জামাত জোট নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি।
সম্মেলনে বিশা ইউপি কৃষক লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম প্রধান বক্তার বক্তব্য রাখেন । এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহাজামাল, দপ্তর সম্পাদক আক্তার আলী, বিশা ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ আ’লীগ পরিবারের সদস্য বক্তব্য রাখেন। পরে তরিকুল ইসলাম ফটিককে সভাপতি ফিরোজ আহম্মেদকে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
আত্রাই থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭
আত্রাই :: নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী, চুরি মামলার ও মারপিট মামলার আসামীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানাপুলিশ জানায়, সাহেব গঞ্জ এলাকায় মারপিটের ঘটনায় নিয়মিত মামলার আসামী সাহেব গঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে আক্তার সরকার(৫৫), আক্তারের স্ত্রী বুলবুল ওরফে বিজলী (৩৬) ও আব্দুল জলিলের ছেলে শামীম খাঁন (৪০) এবং গ্রেপ্তারী পরোয়ানা মূলে চৌউরবাড়ী গ্রামের মোবারকের ছেলে আব্দুল বারিক ও সাহেব গঞ্জ গ্রামের আয়ুব আলীর ছেলে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একটি চুরি মামলার সন্দেহভাজন আসামী পাটকাবাড়িয়া গ্রামের সন্তেষ মন্ডলের ছেলে মাহাবুব (৩৬) এবং থাঐপাড়া গ্রামের আফজাল মশিয়ালের ছেলে
সাজ্জাদ মশিয়াল ওরফে সাদ্দাম (২৭) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, গাঁজাসহ আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।