শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩
ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার ৫ টি কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ জন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম দিনে ৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় আবশ্যিক বাংলা ১ম পত্র ও দাখিলে কোরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিনে ৫ টি কেন্দ্রে ২ হাজার ৮২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে এসএসসি বাংলা ১ম পত্রে ১০ জন, এসএসসি (ভোকেশনাল) বাংলা ১ম পত্রে ২৪ ও দাখিল কোরআন মাজিদ তাজবিদ বিষয়ে ১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি কেন্দ্র এ- ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ২৪২ জন, কেন্দ্র বি-রাণীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৬১৮ জন, কেন্দ্র সি- ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫৮৫বজন, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র নূরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৩৩১ জন ও দাখিল কেন্দ্র রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী ৩০৬ জন অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।