রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিকভাবে সরকার দু্র্বল থাকায় মায়ানমারও বাংলাদেশকে ভয় দেখাতে পারছে
রাজনৈতিকভাবে সরকার দু্র্বল থাকায় মায়ানমারও বাংলাদেশকে ভয় দেখাতে পারছে
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ - মায়ানমার সীমান্তে ধারাবাহিক উসকানি , মর্টার শেল নিক্ষেপ ও বাংলাদেশী নাগরিকদের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের মূল ইস্যুটিকে আড়াল করতেই এই সশস্ত্র উসকানি অব্যাহত রাখা হয়েছে। তুমব্রু সীমান্ত এলাকায় মায়ানমারের এই অব্যাহত সামরিক উসকানিমূলক তৎপরতা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, মায়ানমারের দখলদার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতেই এই সামরিক উসকানি অব্যাহত রেখেছে।মায়ানমারের বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতার পিছনে আঞ্চলিক কোন পরাশক্তির মদদ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রাজনৈতিকভাবে দূর্বল ও শক্তিহীন থাকায় মায়ানমারের মত দেশও বাংলাদেশকে ভয় দেখাতে পারছে ; যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ।
তিনি বলেন মায়ানমারের এই সশস্ত্র উসকানি ও মর্টার শেলে হতাহতের কারণে সীমান্ত অঞ্চলে বাংলাদেশের নাগরিক ও রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে গভীর আতংক ও নিরাপত্তাহীন্তা দেখা দিয়েছে।মানুষকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।
তিনি অনতিবিলম্বে মায়ানমারের এই আগ্রাসী উসকানি বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কুটনৈতিক উদ্যোগ এবং সীমান্তে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।