মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
রাউজানে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোছাম্মদ আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক তরুনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। ঐ তরুনী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের মোঃ জেবুল হোসেনের মেয়ে ও চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী। স্থানীয় লোকজন জানান, তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক সমস্যা চলছে। বাবা-মা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এর জের ধরে নিজ বসতঘরের গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার একটি বেসরকারি হাস্পাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশটি থানায় নিয়ে যান। দুই বোন এক ভাইয়ের মধ্যে সেই সবার বড়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।
রাউজানে আগুনে পুড়ছে ৫টি বসতঘর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ছে পাঁচটি বসতঘর। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মতি লাল মেম্বার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন প্রায় কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, রনজিত দাশ(৮০), অভি দাশ (৩০), গিতা ঘোষ (৬৭), স্বপন দাশ(৬৭), গৌতম দাশ(৫৫)। জানা যায় গোয়াল ঘর থেকে আগুনের সূত্র পাত হয়।
এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন। এছাড়াও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে একটি গরু পুড়ে মৃত্যুর খবর পাওয়া যাই। ঘটনার খবর পেয়ে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি সহকারী ইনচার্জ সালাউদ্দিন ও স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাউজানের কদলপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৩ শতাধিক মানুষ
রাউজান:: চট্টগ্রামের রাউজানে তিন শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কদলপুর হযরত মোল্লা মিসকিন শাহ্ (রহ.) ইউনিট শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়সহ বিনামূল্যে এই চিকিৎসা সেবা সারাদিনব্যাপী কার্যক্রম চলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান।
আশরাফ উদ্দীন শাহ পাভেলের সভাপতিত্বে এই চিকিৎসা সেবায় রাউজানের কদলপুর গ্রামের কৃতি সন্তান ডা. মোহাম্মদ ফারহান রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি এনামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েছ উদ্দীন, কদলপুর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক আলমগীর শাহ, রাহাতিয়া নইমীয়া ব্লাড ব্যাংকের এডমিন ইমাম হোসেন চিসতি, রাউজান ব্লাড ডোনার্সের পরিচালক এ.আর রাশেদ, কাজী আসিফ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ মহসিন, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল কোরাইশি, মোহাম্মদ ফোরকান কোরাইশি, মোহাম্মদ ইব্রাহিম কোরাইশি, মোহাম্মদ মুবিন, নওশাদ, সাকিব, আরিফ, ইমন, রাসেল, আনিম, ইরফাত, আরেফিন, সাকিব, সিফাত, আরফাত, আসিফসহ প্রমূখ।
গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাউজান :: রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন। পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার প্রফেসর ড. নারায়ন বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, বৃটিশ ট্যোবাকোর সাবেক কর্মকর্তা নাসির উদ্দীন কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক খোরশেদ আলম , দৈনিক আজাদীর বার্তা সম্পাদক দিবাকর ঘোষ, চট্টগ্রাম তাপবিদ্যুৎ ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জসীম উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার পাশা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড.প্রসেনজিৎ দাশ, চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী সৈয়দুল হক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা.এনামুল হক, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।
সাধারণ সম্পাদক আলমগীর হায়দার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সৈয়দ মোজাফ্ফর হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, মোহাম্মদ হানিফ, মাখন লাল দাশ ,সৈয়দ মোহাম্মদ হোসেন, ফখরুল ইসলাম, মো. আকতার হোসেন, প্রকেশলী আনু মিঞা, প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, জানে আলম চৌধুরী, ইউনুস তালুকদার, ব্যাংকার প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলমগীর, উদয় দত্ত অর্ক, এম এন রাশেদ, কৃষ্ণ গোপাল চৌধুরী, মুবিনুল হক, সুকুমার চৌধুরী, সনজীব বরণ চৌধুরী, সজল দে, আবদুল কাদের, জমির উদ্দীন দুলাল, শাহজাহান সিরাজ, সফিউল আলম, জালাল উদ্দীন চৌধুরী, আদনানুল করিম, অদিতি চৌধুরী, বদিউল আলম, সুমিত্রা দাশ গুপ্তা, লাকী চৌধুরী, নুর আহমদ, আবুল কালাম, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ ,আনসার আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্ঠা প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ সহ নিহত সকলের মাগফেরাত কামনা এবং অসুস্থ সকলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্কুলের ২০১৩ ব্যাচের অসুস্থ শিক্ষার্থি মো.রোকনের জণ্য স্কুল এবং ছাত্র-ছাত্রী পরিষদের মানবিক ফান্ড থেকে বিশ হাজার টাকা অনুদান দেয় হয়।