বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর বাহাদুর
আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর বাহাদুর
বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে অভিনন্দন বার্তা জ্ঞাপন করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে মানবিক ও উদারতার অগ্রদুত এবং উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আখ্যায়িত করে বলেন, ক্ষুধা, দারিদ্রমুক্ত, সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পার্বত্যবাসীর পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জ্ঞাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ রাতে বান্দরবান জেলা সদরের নিজ বাসভবনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এ অভিনন্দন বার্তাটি জ্ঞাপন করেন।
মন্ত্রী বীর বাহাদুর তার অভিনন্দন বার্তায় আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না। পার্বত্য অঞ্চলের কোনো মানুষকেই তিনি বিদ্যুৎবিহীন রাখবেন না। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নে সবসময়ই আন্তরিক ছিলেন। দেশ ও মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন প্রচেষ্টা চালিয়েছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার ইচ্ছা বাস্তবায়নে আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্ব নেতারা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে অনুসরণ করছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি বড় গর্বের ও অহংকারের।
মন্ত্রী বীর বাহাদুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ পৌর এলাকায় ফেস্টুন ও ব্যানারসহ বিশেষ র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।