রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » জোরারগঞ্জে নির্মিত হচ্ছে গণশৌচাগার
জোরারগঞ্জে নির্মিত হচ্ছে গণশৌচাগার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে জোরারগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে গণশৌচাগার।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটা দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বাজার কমিটির সভাপতি-সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান সরেজমিন পরিদর্শন করে জোরারগঞ্জ বাজারের গণশৌচাগার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে দেন।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মিরসরাইয়ের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি পেইজে “জোরারগঞ্জ বাজারে গণশৌচাগার” শিরোনামে সংবাদ প্রচার হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দৃষ্টিগোচর হয়। মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ঘাঁটি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী জোরারগঞ্জ বাজার। যেখানে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, ছোট-বড় মিলিয়ে ৭ টি মসজিদ ও ইবাদাত খানা, ১ টা সাব রেজিস্ট্রি অফিস, ১টা তহসিল অফিস, ১ টা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১ টা কাঁচা বাজার ও প্রায় ১ হাজার দোকানদারী প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রেক্ষিতে একটা কমিটি ও গঠন করা আছে যেটা প্রায় ১ যুগের মতো। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি কথা হচ্ছে এতো বড় একটা ঐতিহ্যবাহী এবং জনগুরুত্বপূর্ণ বাজারে কোন পাবলিক টয়লেট বা গণশৌচাগার নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জোরারগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, শৌচাগার না থাকায় জরুরী প্রয়োজন বা প্রকৃতির ডাক পড়লে দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে চটপট করতে হয় এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
এই গণশৌচাগার নির্মাণের ফলে বাজারের ব্যবসয়ী ও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ- ভোগান্তির অবসান ঘটবে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, শুক্রবার সরেজমিন পরিদর্শন করে যায়গা নির্ধারণ করা হয়েছে, অচিরেই এই গণশৌচাগার নির্মাণের কাজ শুরু হবে এবং সেটা বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করবে।