বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সনাতন ধর্মালম্বিদের সাথে আমার আত্মার সম্পর্ক : রাউজান পৌর মেয়র
সনাতন ধর্মালম্বিদের সাথে আমার আত্মার সম্পর্ক : রাউজান পৌর মেয়র
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, রাউজান সম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। ছাত্র জীবন থেকে এ অঞ্চলের সনাতন ধর্মালম্বিদের সাথে আমার সামাজিক, রাজনৈতিক আত্মার সম্পর্ক। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর্ন্তজাতিক ইস্যু সৃষ্টি করতে স্বাধীনতার পরাজিতরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। কিন্তু রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে যেই কোন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ। তারপর দেশে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার বিষয়টিকে মাথায় রেখে পুলিশের পাশাপাশি পৌরসভা থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ পোষাকে ট্রাপিক ব্যবস্থা ও রাতে পূজা মন্ডপ পাহাড়ায় নিয়োগ দিয়েছি অভিজ্ঞ লোক। তারা পৌর এলাকা ৫৪টি পূজা মন্ডপের প্রতিটিতে রাতে একজন করে পাহাড়া দিবে। তিনি গত ৩ অক্টোবর রাতে রাউজান সদর জলিল নগর ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা মন্ডপে আলোচনা সভা, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদয়াচন সংসদ পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য্যরে সভাপতিত্বের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পৌরসভার কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, রাউজান জগন্নাথ সেবাশ্রমের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী। রাউজান জম্মাষ্টামী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, অশোক পালিত, ধীলন মুহুরী, প্রদীপ শীল, দিপলু দে দিপু, বিজন চৌধুরী, রনজিত শীল, চন্দ্র শেখর দে, প্রভাষ চক্রবর্তী, সমীর শীল, দিবাকর বোস, বাসু পালিত, বাপ্পা পালিত, অমিত শর্মা, দুর্জয় শীল প্রমুখ। পরে প্রধান অতিথি ও পূজা কমিটির নেতৃবৃন্দরা গীতাপাঠ, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
কর্ণফুলীতে ভেসে গেল যুবকের লাশ
রাউজান :: স্লুইসগেটে প্রায় ৪ ঘণ্টা আটকে থাকার পর কর্ণফুলীতে ভেসে গেল এক যুবকের লাশ চট্টগ্রামের রাউজানে একটি খালের স্লুইসগেটে প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় আটকে ছিল এই অজ্ঞাতনামা যুবকের লাশটি। দীর্ঘক্ষণ ধরে সেখানে আটকে থাকলেও লাশটি উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। বরং স্থানীয় কয়েকজন বাঁশ দিয়ে লাশটি ঠেলে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদিও তাঁদের এ চেষ্টা ব্যর্থ হয়। এর এক ঘণ্টা পর ভাটার স্রোতে লাশটি কর্ণফুলী নদীতে ভেসে চলে যায়। ৩ অক্টোবর সোমবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ধূসর ও হলুদ রঙের টি–শার্ট আর জিনস প্যান্ট ছিল। এ ছাড়া প্যান্টের পেছনের অংশে মানিব্যাগ দেখা যাচ্ছিল। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া বলেন, পুলিশকে আমরা খবর দিয়েছি। কিন্তু ততক্ষণে লাশটি ভেসে চলে যায়।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ খবর পায়, স্লুইসগেটে এক যুবকের লাশ আটকে আছে। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ততক্ষণে লাশটি ভেসে চলে গেছে।