বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঝালকাঠিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা
ঝালকাঠিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা
ঝালকাঠি প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমী পাঁচ দিনব্যাপী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে বুধবার ছিলো সরকারি ছুটির দিন।
ঝালকাঠি জেলার ৪ উপজেলায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হলো।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচদিনব্যাপি এ উৎসব। জেলার ৪টি উপজেলায় ১৭৩টি পূজামন্ডপে এ বছর শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।
বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।
এ বছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা করে মন্দিরে সাজসজ্জা বাড়ানো হয়েছে। এবছর পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলো আনসার ও ভিডিপির সদস্যরা। প্রতিটি পূজা মন্ডপে ৮ জন সদস্য নিয়োজিত ছিলো।
পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করেছে।
ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদ জানিয়েছেন, ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা, পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণী-পেশাসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হয়েছে।
এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে জেলাজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ছিলো চোখে পড়ার মত। জেলাজুড়ে ছিলো উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছিলো বিভিন্ন মন্ডপ। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচদিনব্যাপি এ উৎসব ।