শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মাটিরাঙ্গায় পলাতক আসামি গ্রেফতার
মাটিরাঙ্গায় পলাতক আসামি গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী বরুণ শীলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৫ অক্টোবর পৌনে ৮টায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর দিক নির্দেশনা অনুযায়ী উপ-পরির্দশক (এসআই) মো. হেলাল উদ্দিন এর নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী বরুণ শীলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বরুণ শীল মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকার মৃত মানিক শীল এর ছেলে। তিনি সি আর মামলা নং ১৪১৭/২০২২ (কোতোয়ালী), ধারা- ৪২০ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসমি।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।