শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারকে পিছু হঠাতে রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রামের ডাক
সরকারকে পিছু হঠাতে রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রামের ডাক
মুন্সিগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আর একটি একতরফা জবরদস্তির নির্বাচন দেশের মানুষ মেনে নেবেনা। এবার প্রতারণাপূর্ণ নীলনকশার কোন নির্বাচনও দেশের মানুষ হতে দেবেনা।নির্বাচনকেন্দ্রীক বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের রাস্তা প্রশস্ত করতে হবে।
তিনি বলেন,ভয় দেখিয়ে বা গণ আন্দোলনে সহিংসতা চালিয়ে বিদ্যমান গণবিক্ষোভ - গণআন্দোলন দমানো যাবেনা। দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। এ কারণে এবার কর্ত্বত্ববাদী দুঃশাসন বিদায় না নিয়ে মানুষ আর ঘরে ফিরবেনা।
তিনি বলেন, রাজপথের আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অবাধ নির্বাচনের দাবিসহ কোন কিছুই অর্জন করা যাবেনা।তিনি দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজপথে যুগপৎ ধারার সকল বিরোধী দলের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
তিনি র্যাব ও র্যাবের তৎপরতা গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন,একটি স্বাধীন দেশের এলিট বাহিনীর গঠন ও তাদের তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্র কি করে ঠিক করে দেয়? তিনি সরকার রাষ্ট্রের বাহিনীগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করতে যেয়ে তাদেরকে বিতর্কিত করে তুলেছে এবং গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে।
অন্যান্য বক্তারা বলেন,এই সরকারের কাছে মানুষের ভোটের অধিকার, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ - কোনটাই নিরাপদ নয়।নেতৃবৃন্দ বলেন,এই দেশ ও জনগণকে রক্ষায় মুক্তিযুদ্ধের ন্যায় আর একটি গণজাগরণের আহবান জানান।
পার্টির মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মোঃ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা এডভোকেট মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুনসুর আহমেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড,শহীদ ই হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসিরুদ্দিন উজ্জ্বল প্রমুখ।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক শেখ মোঃ শিমুল।
সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্ত করে।