মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » কৃষি » তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময়
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময়
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ভোজ্য তেলের আমদানী নির্বরতা কমাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের কৃষকদের সাথে তৈল ফসলের উৎপাদন বাড়াতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধূরী।
ময়মনসিংহ জেলার উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।
এসময় অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারসহ পাইকুড়া গ্রাম ও তার আশেপাশের কৃষকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কৃষকরা সরিষা আবাদ বৃদ্ধি করার অঙ্গিকার ব্যক্ত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধূরী বলেন, আমরা ভোজ্য তেলের আমদানী কমাতে চাই। দেশকে তেল উৎপাদনে স্বয়ংসপূর্ণ করতে চাই। তিনি স্বল্প জীবনকালীন রোপা আমন ধান (ব্রি ধান৭১, ব্রি ধান ৮৭) চাষ করে উন্নত জাতের সরিষা (বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭) আবাদের উপর জোর দিয়ে বলেন এতে করে আমরা তেল উৎপাদনে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারব।
ঈশ্বরগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সুমাইয়া আক্তার সেতু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল ১১ টার উপজেলার জাটিয়া ইউনিয়নের ফতেনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া আক্তার সেতু একই উপজেলার সরিষা ইউনিয়নের মাছিমপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১২ টায় পর থেকে সুমাইয়া আক্তার সেতু নিখোঁজ ছিলো। পরে পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. লাইসা তাকে মৃত ঘোষণা করেন।