বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ »
আল আমিন মন্ডল, বগুড়া :: বগুড়া জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গতকাল বুধবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকল জনপ্রতিনিধিদের সঙ্গে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা) ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খাঁন জনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল এর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, আব্দুল গফুর মন্ডল, ফারুক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরু, জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ইমরান হোসেন রিবন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এআই ফয়সাল খাঁন জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতারসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান-সদস্যবৃন্দ।