শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল দশম শ্রেণির শিক্ষার্থী
বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল দশম শ্রেণির শিক্ষার্থী
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এন.এস. কমিউনিটি সেন্টারে মহা ধুমধামে করা হয় বিয়ের আয়োজন। এমন বিবাহের সংবাদ পেয়ে বেলা ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এই বিয়ে পণ্ড করে দেন। অভিযানে উপস্থিত ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর রাউজান উপজেলার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকার জানে আলম চৌধুরী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে মো. মোরশেদ আলম। কনে পূর্বগুজরা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ফজল করিমের মেয়ে এবং অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৫ বছর ৮মাস ১১ দিন। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধ করে দেওয়া হয়।
রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে কনের অভিভাবকের কাছ হতে অঙ্গীকারনামা নেওয়া হয়। সেই সাথে বর মো. মোরশেদুল আলমকে ২০,০০০(বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩-অক্টোবর) সকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। এতে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সুবর্না সুমাইয়াসহ প্রমুখ।