সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ৬ গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত অর্ধ শতাধিক
বিশ্বনাথে ৬ গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত অর্ধ শতাধিক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে ৬ গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) রাত ৯টায় লামাকাজী ইউনিয়নের মির্জাগাঁও এবং একই ইউনিয়নের পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানীপাড়া, কাজিরগাঁও, খেসবপুর ও মোল্লারগাঁও গ্রামবাসী) এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামসহ অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।
আহতরা হলেন রাজাপুর গ্রামের নজির মিয়া (২১), খেশবপুর গ্রামের ফয়ছল আহমদ (২২), এ কে এম দুলাল (৪৫), দোকানীপাড়া গ্রামের আব্দুল হক (৪০), সাঙ্গিরাই গ্রামের শাকরান মিয়া (১৯) ও কাজিরগাঁও গ্রামের শায়েস্তা মিয়া (৩৫)। অন্যান্য আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল গ্রামের এক সিএনজি অটোরিক্সা চালক লামাকাজী ব্রিজের টোল ফাঁকি দিয়ে চলে যেতে চাইলে তাকে টোল আদায়ে থাকা লোকজন থামিয়ে তার কাছ থেকে টোল আদায় করেন। এসময় ওই ব্যক্তির সাথে টোল আদায়কারী লোকদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে টোল ফাঁকি দেওয়া সিএনজি চালকের পক্ষ নিয়ে মির্জাগাঁও গ্রামবাসী এবং টোল আদায়কারীদের পক্ষ নিয়ে অপর পাঁচগাঁও (সাঙ্গিরাই, দোকানীপাড়া, কাজিরগাঁও, খেসবপুর ও মোল্লারগাঁও) সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার পুলিশদল ও দাঙা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে বিশ্বনাথ থানা পুলিশকে সহায়তা করে। ৭ রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় শতাধিক দোকানপাট ও অন্তত ২০টি যানবাহন। দোকানগুলোতে লুটপাটও করা হয়। বাজারস্থ দুটি ব্যাংকেও করা হয় ভাংচুর। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ রিপোর্ট লেখা (রাত ১ টায়) পর্যন্ত সংঘর্ষ থামলেও লামাকাজী বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় ৩ ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ওসি স্যার ও আমিসহ থানার বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।’
আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ভাসছে উন্নয়নের জোয়ারে : শফিক চৌধুরী
বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ স্বয়ংসম্পুর্ন উন্নত একটি রাষ্ট্রে পরিনত হয়েছে। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশকে তাদের রোল মডেল হিসেবে গন্য করছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ভাসছে উন্নয়নের জোয়ারে। কিন্তু সিলেট-২ আসনে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আওয়ামী লীগের দলীয় কোন সংসদ সদস্য না থাকায় সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন বিশ্বনাথ-ওসমানীনগরবাসী।
তিনি শনিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা যুবলীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল জলিল আজিরের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বশর আব্দুল আলীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
উন্নয়ন সম্পর্কে ষ্মৃতিচারণ করে শফিক চৌধুরী বলেন, যুবলীগ নেতা আব্দুল জলিল আজির ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমি বিজয়ী হওয়ার পর অবহেলিত সাতপাড়া এলাকার নানা সমস্যা নিয়ে আমার (শফিক) সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছে।
সেই সুবাদে বাংলাবাজার থেকে সাতপাড়া পর্যন্ত সড়ক পাকাকরণ করা হয়। সে সময় যতটুকু সম্ভব বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জেরর রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়নে কাজ করেছি। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করিয়েছি, টিউবওয়েল দিয়েছি কিন্তু কারো কাছে কোন ভাবেই টাকা চাইনি, চাঁদা দাবি করিনি।
হাজী মদরিছ আলী একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিক সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যকরী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কামাল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বশর আব্দুল আলী ও আব্দুর রহিম মাষ্টার। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিমান বন্দরে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া সংবর্ধিত
বিশ্বনাথ :: সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফেরায় সিলেট এমএমজি ওসমানী বিমান বন্দরে শনিবার (১৫ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা, পৌরসভা ও ওসমানীনগর উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দের উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে প্রায় দেড় শতাধিক নোহা ও দুই শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রায় নুনু মিয়াকে বিমান বন্দর থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদে নিয়ে আসেন।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে গাড়ীবহর নিয়ে বিশ্বনাথে আসার পথিমধ্যে মালিনীছড়া চা বাগানের সামনে গাড়ীবহর থামিয়ে এম নুনু মিয়া শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী।
বিমান বন্দরে নিজের বক্তব্যে এস এম নুনু মিয়াকে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীননগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার নিশ্চিত বিজয় হবে। উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। নৌকা স্বাধীনতা-উন্নয়ন ও বঙ্গবন্ধুর প্রতীক। আজ থেকে মাঠে নেমে নৌকার বিজয় সুনিশ্চিত করেই আমাদেরকে ঘরে ফিরতে হবে।
বিশ্বনাথে দৌলতপুর উন্নয়ন সংস্থার ঢেউটিন পেল ১২৮ পরিবার
বিশ্বনাথ ::সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৮টি পরিবার সদস্যদের মধ্যে ‘দৌলতপুর উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ৬২ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ করেন করেন সংস্থার প্রধান উপদেস্টা এবং দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম সামছু মিয়া।
সংস্থার সভাপতি জার্মান প্রবাসী আলহাজ্ব নূর ইসলাম নুরুজের সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা হাজী তাহির আলী। বক্তব্য রাখেন সহ সভাপতি আজম আলী, হাজী আরিফ উল্লাহ সিতাব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সদস্য হাফিজুর রহমান খিজির, নজরুল ইসলাম আজাদ, আবু তাহের সাগর।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সংস্থার প্রচার সম্পাদক হাফিজ জাহিদুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কুটি মিয়া, সদস্য শুকুর আলী, শাহ জাহান মিয়া, এম. খলকু মিয়া, ছালিক মিয়া, লয়লুছ মিয়া, ফারুক মিয়া প্রমুখ।
ওসমানীনগরে মাইক্রোবাস খাদে, নিহত-২
বিশ্বনাথ :: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ২জন নিহত হয়েছেন। রবিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার ১৯ মাইল নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য ও মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক মারজান আহমেদ এবং মাইক্রোবাসের যাত্রী ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, ব্রাম্মণবাড়িয়ার থেকে মাইক্রোবাসযোগে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।