সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » শহীদ জিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শহীদ জিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: গতকাল রবিবার বগুড়া গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজের বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে এইচএসসি শিক্ষার্থী ব্যাচের বিদায় অনুষ্ঠান বেলা ১১টায় কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ এলাকার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সহধর্মিনী এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রীণ কলাকোপা এষ্টেট মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার। বিদায়ী শিক্ষার্থী হারিছা জামান আরসি ও সজিব হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক তফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক নজমুল হোসেন, প্রভাষক তৌহিদুল ইসলাম, কবির আহম্মেদ রনি, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বজলু ও গ্রীন কলাকোপা এষ্টেট এর পরিচালক সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ প্রমূখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এইচএসসি শিক্ষার্থীদের কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গাবতলীর সোনারায়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ উদ্বোধন
বগুড়া :: গতকাল রবিবার বগুড়া গাবতলীর আটাপাড়া বাজারে সোনারায় ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সদস্য সংগ্রহ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সোনারায় ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল মোল্লার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল আল নোমান সাব্বিরের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, বিএনপির নেতা অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মফিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ছাত্রদল নেতা লিখন। এসময় উস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল রশিদ, বিএনপির নেতা আব্দুল কুদ্দুছ, রাজা মন্ডল, দিপু, কালাম, গনি, তারাজুল, শাহজাহান, আবু সাইম, দৌলত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, যুবদল নেতা খোরশেদ আলম, শাফিকুর রহমান জনি, শাহ সুলতান, নাহারুল ইসলাম, স্বপন মন্ডল, পিন্টু, মজনু, রেজাউল, লতিফ, ছাত্রদল নেতা জুয়েল, আজম, আল হাবীব সীমান্ত প্রমূখ।