বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্যসংকট সরকারের ভুল কৃষিনীতির ফল : সাইফুল হক
খাদ্যসংকট সরকারের ভুল কৃষিনীতির ফল : সাইফুল হক
ঢাকা :: গতকাল সকালে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকারের ভুলনীতি ও আত্মঘাতী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট ও দূর্ভিক্ষের আশংকা দেখা দিয়েছে।তিনি ক্ষোভের সাথে বলেন, এতদিন রাজনৈতিক ফায়দা নিতে সরকার থেকে খাদ্যে স্বাবলম্বিতার কৃত্তিম ও অতিরঞ্জিত যে তথ্য দিয়ে আসা হচ্ছিল তার আসল চেহারা এখন প্রকাশ হয়ে পড়েছে।কেবল গত বছরই এক কোটি মেট্রিক টন খাদ্যশস্য আমদাকরতে হয়েছে।
তিনি বলেন, কৃষি ও গ্রামীণ খাতসহ উৎপাদনশীল খাতে সরকারের যে মনোযোগ ও প্রনোদনা দরকার ছিল তা দেওয়া হয়নি; উল্টো সরকারের পদক্ষেপসমুহ গোটা কৃষিকে নানা দিক থেকে বিপর্যস্ত করে তুলেছে।
তিনি বলেন, ডিজেলসহ কৃষি উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে কৃষিতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, সরকারের নীতিনির্ধারকদের মুখে খাদ্যসঙ্কট ও দূর্ভিক্ষের কথাবার্তা জনমনে আতংক তৈরী হয়েছে এবং খাদ্যপণ্যের মজুদদারি বেড়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে।
তিনি খাদ্যসংকট এর আতংক না ছড়িয়ে খাদ্যশস্যের উৎপাদন, আমদানি ও বিতরণে অনতিবিলম্বে বহুমুখী সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে পার্টির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী,কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, আঞ্চলিক কমিটির নেতা আবদুল হালিম ভূঁইয়া, নাঈম খান, খোরশেদ আহমেদ, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ কামরুজ্জামান, পবিত্র একেব্বর,সজল হালদার,তানিয়া আকতার লিমা প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে অনতিবিলম্বে শ্রমজীবী মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।
সভায় আগামী ১১ নভেম্বর শিল্পাঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়।