বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুইমারায় ইয়াবা সহ আটক-২
গুইমারায় ইয়াবা সহ আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় ৪৯পিছ ইয়াবাসহ একটি মোটর সাইকেল জব্দ ও ২জনকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রামছুবাজারের পশ্চিমে ব্রীজের উপর চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসআই মোঃ সরোয়ার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা বাজার থেকে রামছুবাজারে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে একটি মোটর সাইকেল যোগে যাওয়ার পথে আমতলী পাড়া, ২নং হাফছড়ি ইউপি, গুইমারা, খাগড়াছড়ির বাসিন্দা রাজিব চৌধুরী (৩৫), পিতা-উগ্যজাই চৌধুরী, মংশেনু মারমা (২৮), পিতা-উগ্যয় মারমাকে চেকপোষ্ট পরিচালনা করে আটক আসামী রাজিব চৌধুরীর নিকট ২৪পিছ এবং মংশেনু মারমা (২৮), এর নিকট হতে ২৫পিছসহ সর্বমোট ৪৯পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গুইমারা থানার ওসি মোহাম্মদ রশীদ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।