বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারকে সংকট উত্তরণে উদ্যোগ নেবার আহবান
সরকারকে সংকট উত্তরণে উদ্যোগ নেবার আহবান
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিরোধীদের শান্তিপূর্ণ সমাবেশ - আন্দোলনকে বাঁধা দিয়ে সরকার ও সরকারি দল গোটা রাজনীতিকেই সহিংস করে তুলছে।বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার পথে ঠেলে দিতে ক্রমাগত সরকার ও সরকারি দল ক্রমাগত উসকানি দিয়ে চলেছে।
রাজনৈতিক বিরোধীদের আন্দোলন দমন করতে যেয়ে তারা এক ধরনের পোড়ামাটি নীতি অনুসরন করে আসছে।বিরোধীদের সমাবেশ - মহাসমাবেশের আগে বাসসহ গণপরিবহন বন্ধ করে দিয়ে অঘোষিত হরতাল পরিস্থিতি তৈরী করছে এবং জনভোগান্তি বাড়িয়ে তুলছে।এই পরিস্থিতি ও গণভোগান্তির দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।
তিনি সময় শেষ হয়ে যাবার আগেই নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তদারকি সরকার গঠনে কার্যকরি ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন,সরকারের দম্ভ,অহমিকা ও একগুয়েমী সংকটের সমাধান না করে বরং পরিস্থিতিকে অনিশ্চিত নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে।
তিনি আন্দোলন সফল করতে উপযুক্ত সমঝোতার ভিত্তিতে রাজপথে বিরোধী দলসমূহের যুগপৎ আন্দোলন গড়ে তোলার ও আহবান জানান।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্টির ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর কমিটির সদস্য আকবর খান, মোহাম্মদ সালাউদ্দিন, শহীদুজ্জামান লাল মিয়া,মোহাম্মদ রিয়েল,জোনায়েদ হোসেন, পার্টির কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন রশীদ মাহমুদ প্রমুখ।
সভায় সাইফুল হক গনতন্ত্র মঞ্চের কর্মসূচী এগিয়ে নিতেও নগর নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।