শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের সাজেকে চাঁদের গাড়ী ১’শ ফুট গভীর খাদে : আহত-১২
ফের সাজেকে চাঁদের গাড়ী ১’শ ফুট গভীর খাদে : আহত-১২
খাগড়াছড়ি প্রতিনিধি :: ফের খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১২জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫জন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার(২০ অক্টোবর) বেলা ১টায় ইউনিয়নের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে বুধবার(১৯ অক্টোবর) একই এলাকায় একটি চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে সাগর আহম্মদ(৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৬জন। এর একদিন পর আবারও ঘটল দুর্ঘটনা।
পাহাড়ি উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ সড়ক হওয়ার কারণে এবং চালকের অসাবধানতার কারণে প্রায়শই এই সড়কে দুর্ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, সাজেকের সড়কে একইস্থানে গতকালের পর আজ আবারও একটি চাঁদের গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় গুরুতর ৫জনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।
ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে খাগড়াছড়ি পাজেপ’র ১০লাখ টাকা অনুদান বিতরণ
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি জেলার বিভিন্ন জামে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক সংগঠনকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে জেলা পরিষদ এর পক্ষ থেকে ১০লক্ষ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার ৪৮টি প্রতিষ্ঠানকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন করার জন্য পার্বত্য জেলা পরিষদের পক্ষথেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এলাকার চাহিদা বিবেচনায় বিভিন্ন হারে আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ্ মাহমুদ প্রমূখ।