শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান : আটক-১
অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান : আটক-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী জব্দ এবং জামাল উদ্দিন (৪৮) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামি চট্টগ্রাম নগরীর হালি শহর বি-ব্লক এলাকার আকতার সিদ্দিকীর পুত্র।
উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন চৌধুরী ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহ মঞ্জিলের ২৩ নং কক্ষে একটি অবৈধ প্রসাধনী কারখানায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে এই অভিযান পরিচালনা করেন।
পরবর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান অবৈধ প্রসাধনী কারখানা সিল গালা ও প্রসাধনী জব্দ করে সেগুলো ধ্বংস করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত আসামির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা দায়ের করে ১ লক্ষ টাকা জরিমানা ও দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন।
জব্দ কৃত প্রসাধনী সামগ্রীর মধ্যে রয়েছে hair wash modloy ৫০পিস, Jascco shaving gel modoly ৬০ পিস, modoly fece massage creem ৪০ পিস, modoly pure coconat oil ২০ পিস, সাইনিং হেয়ার ওয়াস কসমেটিকস বিপিকিং ওয়াকস ৫০পিস, সেনেটারি হ্যান্ড সেনিটাইচার ৫০ পিস এবং ৩ ড্রাম অবৈধ ক্যামিক্যাল।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড় এলাকায় মঈন উদ্দিন চৌধুরী ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহ মঞ্জিল নামে একটি ফ্ল্যাট বাড়িতে অবৈধ প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী সহ একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর থানায় হস্তান্তর করা হয়। গত ১ বছর আগে জামাল উদ্দিন নামের এই ব্যক্তি শাহ মঞ্জিলে ফ্ল্যাট ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে আসছে। আটককৃত আসামিকে শুক্রবার কারাগারে প্রেরণ করা হবে।