মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজা উদযাপন পরিষদ করেরহাট শাখার অভিষেক
পূজা উদযাপন পরিষদ করেরহাট শাখার অভিষেক
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পূজা উদযাপন পরিষদ করেরহাট শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বিকালে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি অনির্বান চৌধুরী রাজীব।
করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সহ-সভাপতি আশিষ কুমার দাস, সাধারণ সম্পাদক সজল শীল, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক শ্যামল কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বনিক, সাবেক শিক্ষক তরুনী কুমার দে, শিক্ষানুরাগী অমরেন্দু চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, বাসু বৈদ্য, মৃদুল বিশ্বাস, শ্যামল দাশ, প্রদীপ বিশ্বাস, মিঠুন চৌধুরী, বিশ্বজিৎ রায়, মনিকা ত্রিপুরা, জুয়েল শর্মা, শিমুল ঘরজা, সুব্রত বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক শ্যামল কান্তি দাশ। নবগঠিত কমিটি ঘোষণা করেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশিষ কুমার দাস এবং শপথ পাঠ করান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবু দিলীপ বনিক।
অভিষেক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ করেরহাট শাখার ৪১ সদস্যের কমিটি ঘোষণা ও অন্যান্য উপকমিটির সদস্য সহ সর্বমোট ১০৯ সদস্যের অনুমোদন দেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ।