মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ১৪ বছর পর নূরজাহান গ্রেফতার
১৪ বছর পর নূরজাহান গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রবিবার ভোরে ঢাকার র্যাব-৩ এর সাহায়তায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনের সার্বিক দিক নিদের্শনায় থানার এস আই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরজাহান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে,২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামী করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী। ওই মামলায় র্দীঘ বিচার কার্য শেষে নূরজাহান বেগমসহ একাধিক আসামীদের যাবত-জীবন সাজা প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন জানান,র্দীঘ প্রচেষ্টার পর ঢাকা র্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা নুরহজাহান বেগমকে গ্রেফতার করে রবিবার বিকালে থানায় নিয়ে আসা হয়েছে।
বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু
বিশ্বনাথ :: বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশু (গরু) মারা গেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।
এ সময় আহত হন গবাদিপশুর মালিক ওই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০)। মারা যাওয়া গবাদিপশুর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে একই এলাকার সেলিম আহমদ বলেন, ‘বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যুর মালিক আজিজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা হলে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।’
বিশ্বনাথে ফজর আলীর ‘স্ক্রু ড্রাইভার’ মার্কার সমর্থনে ২নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক
বিশ্বনাথ :: আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর ‘স্ক্রু ড্রাইভার’ মার্কার সমর্থনে সোমবার (২৪ অক্টোবর) রাতে ২নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ২নং ওয়ার্ডের টিএনটি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে উঠান বৈঠকে এলাকার প্রবীন মুরব্বী রফিক আলী মহাজনের সভাপতিত্বে ও সংগঠক শেখ মিলাদ উদ্দিন শাহীনের পরিচালনায় স্ক্রু ড্রাইভার মার্কার সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুফতিরগাঁও গ্রামের প্রবীন মুরব্বী শেখ ফারুক আহমদ ফিরুজ, রফিক আলী, মোল্লারগাঁও গ্রামের প্রবীন মুরব্বী আকবর আলী, রাজনগর গ্রামের প্রবীন মুরব্বী মঞ্জুর আলী, ইংরেজ আলী, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান রাব্বানী, সংগঠক হাজী দয়াল মিয়া, আজব আলী, জামাল আহমদ, ফরিদ উদ্দিন শিপন।
বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর কাছে ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে উঠান বৈঠকে ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছি।
আগামী ২রা নভেম্বর আপনার যদি আমার নির্বাচনী প্রতীক ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তিত করব। আর ৫ বছরে ওয়ার্ডের প্রত্যেক পাড়া-মহল্লা-গ্রামের মানুষদেরকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব।