বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে দৈনিক মানবকন্ঠ’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঘোড়াঘাটে দৈনিক মানবকন্ঠ’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১০ পেরিয়ে ১১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি রাফছানজানী শুভ’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি ও সদস্য সচিব আরিফুল ইসলাম জীমন।
এ সময় প্রধান অতিথি বলেন, বহুল প্রচারিত দৈনিক মানবকন্ঠ পত্রিকায় ১১ তম বছরে পদার্পণ করায় পত্রিকায় সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি। আগামীতে মানবকন্ঠ পত্রিকা সত্য প্রকাশে আরও সাহসী যোদ্ধা হয়ে উঠুক- আজকের দিনে এই কামনা করছি।
অনুষ্ঠানে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ভুট্টু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি সুলতান কবির, জবস টিভি প্রতিনিধি মীর হান্নান, মঞ্জুরুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।