সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » খাগড়াছড়িতে স্কুলের জন্য মসজিদের জায়গা দান
খাগড়াছড়িতে স্কুলের জন্য মসজিদের জায়গা দান
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে স্কুল নির্মাণের জন্যে কলাবাড়ি মসজিদ কমিটি ৩একর জমি দান করেন। ফলে সে দান কৃত জমিতে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় এর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার সুযোগ হয়েছে।
যা সাম্প্রদায়িক সৌহার্দ্যের এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের অর্থায়নে নির্মিতব্য রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপির কলাবাড়ী নামক স্থানে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর) বেলা ১২টায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চদ্র দাস, ২নং পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় থানার ওসি মো.য় মিজানুর রহমান, পিআইও মোঃ নজরুল ইসলাম, রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসারসহ রামগড় উপজেলার সরকারি- বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিগন, হেডম্যান, কার্বারী, সমাজকর্মীগণ।
উল্লেখ্য, জেলার রামগড় পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী, তেমরম, বুদ্ধধন কার্বারী পাড়া, জরিচন্দ্র পাড়া, পাইলাভাঙ্গা পাড়া, ঝুমছড়া, পাতাছড়া, নাভাঙ্গা পাড়া, মাহবুব নগর, ছোট পিলাক, আশ্বিনী কার্বারীপাড়া ও হৃদয় মনি পাড়া গ্রামে ৬টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। পিছিয়ে পড়া দূর্গম এলাকার ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে রামগড় খাগড়াছড়ির মুল সড়কেের পাশে মাধ্যমিক স্কুল নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং স্কুল নির্মাণকাজের ৫লক্ষ টাকা এবং মাঠ ভরাটের জন্যে ৩লক্ষ টাকার চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।