মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণরোষ আর গণবিক্ষোভের কারণে সরকারের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে
গণরোষ আর গণবিক্ষোভের কারণে সরকারের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: গতকাল বিকালে কিশোরগঞ্জের বাজিতপুরে পার্টির উপজেলা সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গণরোষ আর বিরোধীদের আন্দোলনের কারণে সরকারের মধ্যে আতংক দেখা দিয়েছে। মানুষ রাস্তায় নেমে আসতে থাকায় সরকারের অবৈধ ক্ষমতার ভিত নড়ে গেছে। সরকার দেশ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে অনাকাঙ্ক্ষিত ভাবে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। গোটা রাষ্ট্র ও প্রশাসনকে তারা তাদের দখলদারিত্ব বজায় রাখতে ব্যবহার করছে। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ তারা বন্ধ করে দিয়েছে। সংবিধানের অগণতান্ত্রিক সংশোধনীকে তারা তাদের অবৈধ ক্ষমতার রক্ষাকবচ হিসাবে ব্যবহার করছে।
তিনি বলেন, দেশে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচনের কোন অবকাশ নেই। আর একটি ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনের দায় দেশের মানুষ নিতে পারবে না।
তিনি আন্দোলনে সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকারসহ কিছুই অর্জন করা যাবেনা।
তিনি অধিকার ও মুক্তি অর্জনে ঐক্যবদ্ধ গণসংগ্রাম বেগবান করার আহবান জানান।
বাজিতপুরের দীঘিরপাড় স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, পার্টির কিশোরগঞ্জের নেতা নজরুল ইসলাম শাহজাহান, কৃষক নেতা মোকলেছুর রহমান, খেতমজুর ইউনিয়ন নেতা ডাঃ খন্দকার মোসলেউদ্দিন, পাদুকা শ্রমিক নেতা ইমরান হোসেন প্রমুখ।