শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় মদ সহ মিরসরাইয়ে গ্রেফতার-১
ভারতীয় মদ সহ মিরসরাইয়ে গ্রেফতার-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১৬ বোতল ভারতীয় মদ সহ আব্দুল্লা আল নোমান (১৭) নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারস্থ আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামির সঙ্গে থাকা একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি নোমান হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজমনগর গ্রামের আব্দুল মজিদের পুত্র। এঘটনায় ২ জনকে আসামি করে মামলা (নং-২/২২, তারিখ ৩-১১-২২) দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামি হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর গ্রামের সিকদার বাড়ির মোঃ হানিফের পুত্র নুর নবী (২৪)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারস্থ আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা সড়কের উপর মাদক বিক্রি হচ্ছে এই সূত্রে এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই আমিনুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে (প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬ বোতল ভারতীয় মদ সহ) একজনকে গ্রেফতার করা হয় এবং ঐসময় আরেকজন পালিয়ে যায়।
এবিষয়ে দুজনকে আসামি করে মাদকের মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মিরসরাইয়ে আল ফালাহ ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই :: মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফালাহ ইসলামি একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত আল ফালাহ ইসলামি একাডেমির হাফেজ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-একরাম ইসলামীয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরাজী। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আবু ফয়সাল, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ হেলাল উদ্দিন৷ নাজেরা বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোর্শেদুল আলম।
অনুষ্ঠানে আগত অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং
শিক্ষার্থীদের পড়া লেখার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
৩৩ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মিরসরাই :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৩ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারস্থ স্বনামধন্য ও স্বর্ণপদক প্রাপ্ত এই সংগঠনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা প্রাথমিক শাখা সকাল দশটা থেকে বারোটা এবং মাধ্যমিক শাখা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ও করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দু’টি কেন্দ্রের ২৪ টি হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ৬০ জন হল গার্ড হলগুলোতে দায়িত্ব পালন করে।
এবারের অনুষ্ঠিতব্য ৩৩ তম মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদর এই তিন উপজেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গত ১০ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুর রহিম পরীক্ষা নিয়ন্ত্রক, মাষ্টার বাহার উদ্দিন ভূইয়া কেন্দ্র সচিব, দিলীপ কুমার বনিক আহবায়ক ও টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করে।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি শেখ সেলিম, সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদ উল্ল্যাহ, রেজাউল করিম নোমান, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরন, উচ্চ পরিষদ সদস্য জসিম উদ্দিন, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আখতার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন, আশীষ দাস, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুমন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা ভূইয়া, অফিস সম্পাদক মনজুরুল কাদের মিরাজ, প্রচার সম্পাদক নুরুল করিম রুবেল, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাবেক প্রচার সম্পাদক সরোয়ার উদ্দিন।
প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ১৯৯৯ সালে সংগঠন স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।