বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি সদর থানায় ওসি নাসির উদ্দীন সরকার
ঝালকাঠি সদর থানায় ওসি নাসির উদ্দীন সরকার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো.নাসির উদ্দীন সরকার। তিনি মঙ্গল বার ৮ নভেম্বর রাতে ঝালকাঠি সদর থানায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তিনি অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার বুঝে নেন। ২০০৫ ব্যাচে তিনি পুলিশবাহিনীতে উপ-পুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। এর আগে নাসির উদ্দীন সরকার অফিসার ইনচার্জ হিসেবে চট্রগ্রাম চন্দনাইশ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ঝালকাঠি সদর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দীন সরকার পাবনা জেলার বেড়া থানার আলহেরা গ্রামের মৃত আফতাব উদ্দিন সরকারের ছেলে। কর্মজীবনে তিনি দক্ষতা ও সততার সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছেন।
ওসি নাসির উদ্দীন সরকার জানান,সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে ঝালকাঠি থানা পুলিশের সব সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।