বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » রাউজানে জানালার গ্রিল কেটে চুরি
রাউজানে জানালার গ্রিল কেটে চুরি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে আবু তৈয়ব নামের এক ব্যক্তির বাসায় চুরি ঘটনা ঘটছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ৩টি মোবাইলসহ মূল্যবান-জিনিস পত্র চুরি করে নিয়ে যান চোরের দল। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
জানা যায়, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায়। ভুক্তভুগী মো. আবু তৈয়ব মৃত আমিনুল হক এর পুত্র।
তিনি জানান, বাহির থেকে চেতনানাশক ওষুধ দিয়ে তাদের অচেতন করে, পরে জানালার গ্রিল কেটে ঘরের আলমারিতে রাখা নগদ ১লক্ষ ৬০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান। সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি, আমার ঘরের সামনের দরজায় লক করা। এসময় আমার স্ত্রী ও সন্তানদেরকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করি তখন তারা বেহুশ অবস্থায় পাওয়া যাই। পরে আমার চিৎকারে পাশের লোকজন এসে দরজা খুলে দেখি আমার সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে, রাউজানে বিভিন্নস্থানে চুরি ব্যাপক হারে বেড়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র রাত হলে চেতনানাশক স্প্রে করে। পরিবারের লোকজন অচেতন করে চোরচক্র ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে রাউজান থানার এসআই আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা অভিযোগের তথ্য যাচাই করে দেখছি।