শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে ইয়াবাসহ আটক-১
পানছড়িতে ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড় পার্বত্য জেলার পানছড়িতে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০ নভেম্বর উপজেলার দক্ষিণ টিএন্ডটি এলাকা থেকে এসআই সানাউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে আটক করে।
আটক এস এম সুজন(২৯) মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগরের বাসিন্দা এস এম জামালের ছেলে।
আটকের সময় তার নিকট থেকে ২৫পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক সুজনের বিরুদ্ধে হাটহাজারী ও মাটিরাঙ্গা থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি নাম্বারবিহীন মোটরসাইকেলসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।