শিরোনাম:
●   যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব ●   কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ ●   ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই ●   পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ●   কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ●   বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু ●   অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা ●   অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ ●   পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত ●   ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ ●   অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ড্রাইভারকে অপহরণের ঘটনায় পিসিপির নিন্দা ●   কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি ●   সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও ●   রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব পালিত ●   ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ●   মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ●   রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদের চট্টগ্রাম বিভাগের কমিটি গঠিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদের চট্টগ্রাম বিভাগের কমিটি গঠিত
২৪৭ বার পঠিত
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদের চট্টগ্রাম বিভাগের কমিটি গঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নিবন্ধিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদের নিয়ে গঠিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের কমিটি গঠন করা হয়েছে। প্রস্তাবিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের দক্ষিণ আমান বাজারস্থ এসএম মোটর ড্রাইভিং স্কুলের হলরুমে মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) প্রদীপ কুমার দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর নবী শিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলী আহমেদ, স্পেশাল ট্রেনিং অফ ট্রেইনার’র সিনিয়র প্রশিক্ষক কাজী আতাহিয়া, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহিন হোসেন মোল্লা, বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেড এর পরিচালক ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম। এরপর স্পেশাল ট্রেনিং অব ট্রেইনার-২২ এর কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগের মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদেরকে স্পেশাল ট্রেনিং করান স্পেশাল ট্রেনিং অফ ট্রেইনার’র সিনিয়র প্রশিক্ষক কাজী আতাহিয়া।

মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্যদের সমন্বয়ে উপস্থিত চট্টগ্রাম বিভাগের সকল ইন্সট্রাক্টরদের সম্মতিক্রমে ২০২২-২৪ বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, নুরুল আমিন, খন্দকার কামরুল ইসলাম টিপু, জারশেদ খাঁন, নির্মল চন্দ্র ভৌমিক, জাহাঙ্গীর আলম, মুমিনুল ইসলাম, আবুল বাশার, মোঃ আলম, মোঃ নুর নবী শিমু।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. সাহিদুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, আবু সাঈদ, নাসির উদ্দিন, কার্যকরী সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, শরীফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শরিফুল ওয়াহিদ, অর্থ সম্পাদক মো. হারুন, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী সদস্য সালেহ আহম্মদ, বেলায়েত হোসেন, নেজাম উদ্দিন, রুমেল চাকমা।

প্রধান বক্তা হিসেবে মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর নবী শিমু নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ড্রাইভার’স টেকনিক্যাল কোম্পানি (ডিটিসি)’র পরিচালকগণ এসময় উপস্থিত ছিলেন।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ১২ তম ব্লাড ক্যাম্পেইন

মিরসরাই :: মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন “ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ১২ তম ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র এডমিন মেহেদী হাসান ইমন, তানভীর হোসেন মুরাদ, মডারেটর আজাদ, সিফাত, মিনহাজ, সদস্য জাবেদ, ইকবাল, আরিফ, মেহেদী উক্ত ব্লাড ক্যাম্পেইনে দায়িত্ব পালন করেন এবং উপদেষ্টা সদস্য আকতার হোসেন, আনিছুল হক শিমুল, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে ৫ হাজার ৯’শত সদস্য রয়েছে।
গত দুই মাসে ১০ টি ব্লাড ক্যাম্পেইন, গরীব অসহায় তিনটা মেয়ের বিয়েতে সহযোগিতা, ২ টা মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ, ১ টা মাদ্রাসায় পোশাক বিতরণ, ২ টা রোগীর চিকিৎসা সহায়তা প্রদান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১টা বাড়ির ৬ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও অক্টোবর মাসে ১০০জনকে রক্তদান করে।





আর্কাইভ