সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টে গত ১৬ অক্টোবর সংগঠিত হওয়া দু’পক্ষের অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭১ জন ব্যবসায়ীর মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লামাকাজী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এরপূর্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উভয় পক্ষকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করে বিষয়টি আপোষ-মিমাংশায় নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করেন শফিক চৌধুরী। এরপর স্থানীয় ইউনিয়ন অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপোষ-মিমাংশায় নিষ্পত্তি হয়। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার ১৭১ জন ব্যবসায়ীকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হিরন মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, উপদেস্টা মন্ডলীর সদস্য মাষ্টার আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল, সংগঠক গোলাম আহমদ।
বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান সংবর্ধিত
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দিরে শনিবার (১২ নভেম্বর) রাতে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র ও উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষ সমভাবে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানেও সমভাবে উন্নয়ন কাজ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার দেশে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথেও এর ব্যতিক্রম হবে না।
শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. মলয় ভ‚ষণ সোম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক বাপন পাল।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রনজিৎ ভট্টাচার্য্য সঞ্জু ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী।