সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সাংবাদিক ক্লাবের দ্বিবার্ষীক সম্মেলন ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ী রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে রবিবার বিকালে এক সাধারণ সভায় পূর্বের কমিটির মেয়াদ উর্ত্তিন্ন হওয়ায়, আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি গাজী গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও সদ্য বিদয়ী সাধারন সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো.নজরুল ইসলাম কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিন্ধান্ত করা হয়।
সংগঠনের পুর্বের আয় ব্যায়ের হিসাব তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম।