রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় সুদা মিয়া (৩৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ৪ জুলাই দুপুরের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার হরিরামপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হরিপুর গ্রামের লেবু মিয়ার বাড়িতে নির্মাণ মিস্ত্রিরা সেপ্টিক ট্যাংক তৈরির কাজ করছিলেন। নির্মাণ মিস্ত্রি সুদা মিয়া ট্যাংকের কাঠ খোলার জন্য ভেতরে নামে। এসময় সেপ্টিক ট্যাংকের ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে থাকায় সেখানে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার নিশ্চিত করে জানান, সুদা মিয়ার মরদেহ ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।