রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেনী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তহিদুল ও সম্পাদক মাঈন
ফেনী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তহিদুল ও সম্পাদক মাঈন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমিতির ১৫২ জন সদস্য ভোটারের মধ্যে ১৪৮ টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে যেখানে ৬ টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে হাজী তহিদুল হক কোম্পানি ছাতা প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন বেলাল
চেয়ার প্রতীক নিয়ে পেয়েছে ৬৮ ভোট।
সহ-সভাপতি পদে হারিকেন প্রতীকের প্রার্থী শহিদ উল্যাহ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের প্রার্থী জহুরুল হক কোম্পানি পেয়েছে ৫৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছে ৫২ ভোট।
কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : আরাফাত হোসেন (হরিণ), জহিরুল আলম (মোরগ), শওকত আলী (মোবাইল) প্রতীক।
ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির (রেজিঃ নং- ৫৮৩৮, সংশোধিত রেজিঃ নং- ৬৯/০৭) ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস, সহকারী সমবায় কর্মকর্তা আবু বাহার ও সংগঠনের প্রতিনিধি অমলেন্দু বাবু।
নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন ভিপি, বর্তমান মেয়র রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
নির্বাচনে সার্বিক নিরাপত্তার স্বার্থে জোরারগঞ্জ থানার এএসআই তরুণ এর নেতৃত্বে একটি টিম নিয়োজিত ছিলো।
প্রসঙ্গত, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতি ১৯৭৬ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ৩ বছর মেয়াদি কমিটি গঠন করে আসছে। ২৯ নভেম্বর ২০২২ তারিখে উক্ত কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় ২৬ নভেম্বর (শনিবার) চতুর্থতম নির্বাচন অনুষ্ঠিত হয়।