বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শ্লোগানকে নিয়ে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার শেখ রাসেল শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ পার্কের উদ্বোধন করেন। বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরের নির্মিত শেখ রাসেল শিশু পার্কের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
একইদিনে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কাব হলি-ডে ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উপজেলা স্কাউট সভাপতি নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কাব হলিডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্কাউট কমিশনার হোসনে আরা হাসি।
আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী, বক্তৃতা করেন উপজেলা স্কাউট কমিশনার মো. খলিলুর রহমান।
মোরেলগঞ্জে আড়াই কেজিগাঁজাসহ গ্রেফতার-১
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ সিরাজ মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা তাকে আটক করা হয়। সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার আজগর মোল্লার ছেলে। সিরাজ মোল্লা জানান, মোরেলগঞ্জের খাউলিয়া গ্রামের জনৈক কালুর নিকট ওই গাঁজার চালানটি পৌঁছে দেওয়ার জন্য সে বহন করছিলো, যার স্থানীয় মূল্য প্রায় দুই লাখ টাকা।
এ বিষয়ে অভিযানে থাকা ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার বলেন, ঢাকা থেকে শরণখোলা গামী পরিবহনে মাদক বিক্রেতা সিরাজ মোল্লা যাত্রীবেশে গাঁজার একটি চালান নিয়ে মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় নামবে এমন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। মোরেলগঞ্জ স্ট্যান্ডে গাড়িটি পৌঁছালে সিরাজকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ
বাগেরহাট :: কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে বোরো আবাদ বৃদ্ধি ও অনাবাদী জমি আবাদের আওতায় আনতে বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।
এর আগে, বেলা ১১টায় বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।