শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » লুটপাটের ধারা চলতে দিলে দেশ দেউলিয়া হয়ে পড়তে পারে
লুটপাটের ধারা চলতে দিলে দেশ দেউলিয়া হয়ে পড়তে পারে
আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেন লুটেরাদের জন্য খুলে দেয়া হয়েছে। এলসি খোলার নাম করে যেভাবে ব্যাংক থেকে হাজার হাজার কোটি সরিয়ে নেওয়া হচ্ছে তা আদিম লুটপাটকেও ছাড়িয়ে গেছে।বড় বড় শিল্প গ্রুপও ঋণ নিয়ে অর্থ পাচার করে আসছে।তারা তাদের মুনাফাও বিদেশে পাচার করে। এই ব্যাপারে উচ্চ আদালতকেও একাধিকবার গুরুতর অসন্তোষ ব্যক্ত করতে হয়েছে। কিন্তু তাতে পরিস্থিতির কোন উন্নতি হয়নি।ইতিমধ্যে এটাও স্পষ্ট হয়েছে যে,ঋণপত্র খোলার নাম করে নানা কৌশলে বিশাল অংকের অর্থ বিদেশে পাচার করা হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ব্যাংকে গচ্ছিত মানুষের আমানত এখন ডাকাতি করা হচ্ছে।রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও মদদের কারণে রাষ্ট্রীয় কোষাগার ও মানুষের আমানত নিয়ে এসব নয় ছয় করা সম্ভব হচ্ছে।তিনি বলেন, আর্থিক এসব নৈরাজ্য যথেচ্ছ লুটপাট বন্ধ না হলে দেশ দেউলিয়া হয়ে পড়তে পারে।
তিনি বলেন, অর্থনৈতিক এই ভয়াবহ দূর্যোগের মধ্যে নতুন করে বিদ্যুৎ এর বিশ শতাংশ দাম বৃদ্ধির তৎপরতা মানুষকে নতুন বিপদের মধ্যে ফেলে দেবে। বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত আইন সংশোধন করে সরকারের হাতে নিয়ে নেয়াটা স্বেচ্ছাচারীতা হিসাবে আখ্যায়িত করে এই বিধান বাতিল করার আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, রাশিদা বেগম, সজিব সরকার রতন, মাহমুদ হোসেন, এপোলো জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে পার্টির দশম কংগ্রেসের রাজনৈতিক - সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।