সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকনকে গ্রেফতার
রাঙামাটি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকনকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: আজ ৫ ডিসেম্বর-২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ এর নির্দেশনা ও তত্বাবধানে মাদকের পরিদর্শক আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম নিয়ে রাঙামাটি জেলার কোতয়ালী থানার রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কে কে রায় সড়ক মুখে (রাঙামাটি জিমন্যাশিয়াম এর পিছনে) অভিযান পরিচালনা করে ৬৬ (ছেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ সিএনজি চালক রাঙামাটি শহরের মাদক সম্রাট মো. খোকন (পাগলীর ছেলে) ৩২ কে আটক করে রাঙামাটি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ।