শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানের পাহাড়তলীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন
রাউজানের পাহাড়তলীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। অবশেষে তা পুরণ হতে যাচ্ছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় রাউজান উপজেলার অতিগুরুত্বপূর্ণ স্থান পাহাড়তলী চৌহমুনির পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন ফায়ার সার্ভিস স্টেশনের চট্টগ্রাম বিভাগের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিএডি হারুন পাশা, ইন্সপেক্টর হারুনুর রশিদ ও ইন্সপেক্টর সেকান্দর আলী। প্রতিনিধি দলটি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনকে সাথে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্ধারিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থার পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থানের পূর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, পাহাড়তলী বাজার, উত্তরে পিংক সিটি, আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্র, পথেরহাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও স্থানটির পাশে স্থাপিত হওয়ার প্রক্রিয়াধিন রয়েছে শিশু সংশোধানাগার, খাদ্য গুদাম, সহকারী পুলিশ সুপার কার্যালয়।
ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত স্থাপিত হলে এই সব গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও পাহাড়তলী, কদলপুর, বাগোয়ান, নোয়াপাড়া, উরকিরচরসহ পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার বেশকিছু এলাকার মানুষ অগ্নিকান্ড নানান দূর্ঘটনা হতে সুরক্ষিত হবে মনে করেন স্থানীয়রা।
পরিদর্শন শেষে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে ডিএডি হারুন পাশা বলেন, প্রায় এক একর জায়গায় উপর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পরিদর্শনে এসেছি। আমরা দেখলাম জায়গাটা উপযুক্ত। এই বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নিকট আমরা প্রতিবেদন পেশ করব। এই প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণসহ নানান প্রক্রিয়া শুরু হবে।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, দক্ষিণ রাউজানে ফায়ার সার্ভিস স্থাপন করা এলাকার মানুষের প্রাণের দাবী ছিল।
এই ধারাবাহিকতায় আজ ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন। জায়গাটি তাদের পছন্দ হয়েছে। শীঘ্রই কাজের প্রক্রিয়া শুরু হবে।