সোমবার ● ১২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানিকছড়িতে এক হাফেজের গলাকাটা লাশ উদ্ধার
মানিকছড়িতে এক হাফেজের গলাকাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কোরআানের হাফেজ মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত সামুতাং গ্যাস ফিল্ড এলাকায় রাতের আধাঁরে ঘরে প্রবেশ করে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ মাসখানেক আগে কাতার থেকে বাড়িতে এসে ঘরের কাজ শুরু করেন। ঘরের কাজ চলার কারণে তিনিও তার মা-ভাই খাবার দাবার তার নানার বাড়িতে করতেন। ঘটনার দিন আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বাসায় তার ছোটভাই মো. মোস্তাফিজ, বন্ধু মো. আবু বক্কর পার্শবর্তী সিএনজি চালক মো. ওমর ফারুক একসাথে ছিলেন। কিছুক্ষণ পর আবু বক্কর ভাতের জন্য তার নানার বাড়িতে যান। তার একটু পরেই সিএনজি চালক ওমর ফারুক তার কাজে চলে আসেন।
তারপর নিহতের ছোটভাই মোস্তাফিজও বাসা থেকে বেরিয়ে যান। তখন নিহত সাজ্জাদ তার নিজ বাড়ির শয়নকক্ষেই ছিলেন। ঘন্টাখানেক পর একই সাথে তার ভাই মোস্তাফিজ ও আবু বক্কর এক সাথে বাসায় ফিরলে বাইরের লাইট বন্ধ দেখে। পরে ঘরে প্রবেশ করেই সাজ্জাদের গলাকাটা লাশ দেখতে পান।
পরে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান ও মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থালে ছুটে যান। পরে ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসেন।
মানিকছড়ি থানার ওসি মোহম্মদ শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত তা জানা যায়নি।
তবে তার সাথে থাকা তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।