শিরোনাম:
●   যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব ●   কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ ●   ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই ●   পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ●   কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ●   বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু ●   অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা ●   অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ ●   পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত ●   ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ ●   অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ড্রাইভারকে অপহরণের ঘটনায় পিসিপির নিন্দা ●   কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি ●   সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও ●   রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব পালিত ●   ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ●   মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ●   রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত
প্রথম পাতা » ছবি গ্যালারী » বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত
৩০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাধার মুখে খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রতিষ্ঠার দুই যুগপূর্তি পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেনা ও পুলিশের মারমুখী অবস্থান গ্রহণ ও পাড়া-গ্রামের অভ্যন্তরে হুমকিমূলক টহলের মধ্যেও সোমবার ২৬ ডিসেম্বর-২০২২ সকাল সাড়ে নয় টায় খাগড়াছড়ি জেলা সদরে ইউপিডিএফ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত নির্ধারিত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিকল্পিতভাবে আয়োজিত এ অনুষ্ঠানে একটি চৌকস দল কর্তৃক দৃপ্ত কদমে দু’টি সুসজ্জিত তোরণ (দুই যুগের প্রতীক ১৯৯৮-২০২২) অতিক্রম করে দলীয় পতাকা উত্তোলন এবং অংশগ্রহণকারীগণের স্যালুট প্রদানের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ছোট ছোট পতাকা হাতে দু’শতাধিক উৎফুল্ল শিশু-কিশোর ‘লঙ লঙ, লঙ লিভ ইউপিডিএফ’ ধ্বনি দিয়ে স্বাগত জানায়, এতে অনুষ্ঠানে সমবেতরা সংগ্রামী প্রেরণায় আন্দোলিত হয়। অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
পতাকা অভিবাদন জানানো শেষে মঞ্চের মাঝখানে বিশেষভাবে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের পক্ষে চৌকস টিমের সদস্য সংঘ মিত্র চাকমা ও কর্নিয়া চাকমার পুষ্পস্তবক অর্পণের পরে অংশগ্রহণকারী সকলে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বের নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে সাইরেন বাজিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে অংগ্য মারমার পরিচালনায় পার্টি, গণফ্রন্ট ও স্থানীয়রা লড়াই সংগ্রাম এগিয়ে নেয়ার লক্ষ্যে মুষ্টিবদ্ধ হাতে প্রতিজ্ঞা করেন।
‘পূর্ণস্বায়ত্তশাসনই মুক্তির পথ! শাসকচক্রের পাতানো ফাঁদ থেকে সাবধান, মনোহারী আশ্বাস-প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না! জাতীয় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ-এর পতাকাতলে সমবেত হোন, লড়াই জোরদার করুন’ শ্লোগান সম্বলিত বিশাল ব্যানারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই যুগপূর্তি অনুষ্ঠানের আরও বিশেষত্ব হচ্ছে, বাংলার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রধান তিন ভাষায় (চাকমা-মারমা ও ত্রিপুরা) ধারা বিবরণীয় দেয়া হয়। দুই যুগ (১৯৯৮-২০২২) সময়ক্রম বোঝাতে সুশোভিত দৃষ্টিনন্দন দু’টি তোরণ নির্মিত হয়। সমাবেশ স্থলে রঙিন পতাকা, ফেস্টুন ও ব্যানার টাঙানো ছিল।
সংক্ষিপ্ত সমাবেশের শুরুতে ইউপিডিএফ কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসার লিখিত বার্তা পড়ে শোনানো হয়। কর্মীবাহিনী ও জনগণের উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রসিত খীসা বলেন,“১৯৯৮ সালের ২৬ ডিসেম্বরের আগের পার্বত্য চট্টগ্রাম এবং পরের পার্বত্য চট্টগ্রাম ভিন্ন।” বার্তায় তিনি দুই যুগ পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি ভেস্তে দিতে সেনা-গোয়েন্দা সংস্থার অপতৎপরতাকে সমালোচনা করে বলেন, ২৬ ডিসেম্বরকে কেন্দ্র করে স্ব স্ব অঞ্চলে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ছাত্র-যুবসমাজ কর্তৃক সেতু-পুল নির্মাণ, পাড়া-গ্রাম, হাটবাজার ও রাস্তাঘাট পরিষ্কার অভিযান, পরিবেশ রক্ষার্থে পলিথিন-প্লাস্টিক কুড়িয়ে পোড়ানো, গণশৌচাগার নির্মাণ, যা ইতিপূর্বে ছিল অকল্পনীয় ব্যাপার তা স্বতঃস্ফূর্ত ও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

পোস্টার ছিঁড়ে দেয়া, ওঁৎ পেতে থেকে পোস্টারিং-এর টিমের ওপর হামলা, দেয়াল লিখন মুছে দেয়া, সেতু উদ্বোধনে বাধা প্রদান, সদ্য নির্মিত টয়লেট ধ্বংস করে দেয়ার মতো অসভ্য ঘৃণ্য কাজও হচ্ছে বলে অভিযোগ পাওয়ার কথাও তিনি তার বার্তায় উল্লেখ করেন।

ইউপিডিএফ-এর পোস্টার-ফেস্টুন-ব্যানার সেনা কর্মকর্তাদের নিকট বুলেট-বোমার চেয়েও আতঙ্কের বস্তু মন্তব্য করে বার্তায় ইউপিডিএফ সভাপতি বলেন, ভাড়াটে গু-া মাস্তান দিয়ে পোস্টারিং করতে যাওয়া ছাত্র-যুবকদের ওপর হামলা করার মধ্যে বাহাদুরি কিছু নেই। এতে দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। এর ফলে ইউপিডিএফ-এর পোস্টার-ব্যানার-ফেস্টুন’এর শক্তি ও কার্যকরিতা ক্ষুণœ হবে না, বরং আরও বাড়বে। নীতি-নৈতিকতা বিবর্জিত ভীরু সেনা কর্মকর্তাদের নিকট ইউপিডিএফ-এর পোস্টার-ফেস্টুন-ব্যানার বুলেট-বোমার চেয়েও আতঙ্কের বস্তু, সেটা তারা তাদের কর্মকা-ের মাধ্যমে প্রমাণ দিচ্ছে।

প্রদত্ত বার্তায় প্রসিত খীসা আরও বলেন, ‘পাহাড়ের যুব-জনতা পোড় খেয়ে আরও অভিজ্ঞ ও সমৃদ্ধ হয়ে নিজেদের পাড়া-গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করবে। বিজয় অর্জনের ভিত্তি গড়ে তুলবে। বাধা দিয়ে হামলা করে ছাত্র-যুব-জনতাকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের শিশু-কিশোরদের মনে যে চেতনার আগুন জ্বলছে, তা কখনও নিভিয়ে দেয়া যাবে না।’

সভায় খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের একমাত্র মুক্তির পথ। পার্বত্যবাসীকে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হয়ে দাবি আদায়ের সংগ্রামকে বেগবান করে সু-সংগঠিতভাবে এগিয়ে নিতে হবে।
অংগ্য মারমার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
এখানে উল্লেখ্য যে, ইউপিডিএফ-এর দুই যুগ পূর্তি অনুষ্ঠান বানচাল করে দিতে সেনাবাহিনী সহ রাষ্ট্রের সকল সংস্থা হুমকিমূলক তৎপরতা বাড়িয়ে দেয়। গ্রামে গ্রামে টহল দিয়ে মারমুখী অবস্থান নেয়। স্বনির্ভর এলাকাসহ খাগড়াছড়ি সদরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিল। কোথাও যাতে নির্বিঘেœ সভা-সমাবেশ অনুষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে গ্রামাঞ্চলের ভিতরে সেনা টহল অভিযান পরিচালিত হয়।
এত কড়াকড়ির মধ্যেও জনগণের সমর্থন ও সহায়তা নিয়ে ইউপিডিএফ-এর দুই যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। স্বনির্ভর এলাকা থেকে বেলুন উড়ানো হয়। নিরাপত্তা ও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে মূল অনুষ্ঠানস্থলে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। সেনা টহল ও মারমুখী অবস্থানের কারণে নির্দিষ্ট সময়ের পরে বেলুন উড়ানো হয়। সংগীতানুষ্ঠানও খুবই সংক্ষিপ্ত করা হয়।
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমা। তিনি বাংলা ও চাকমা ভাষায় ধারা বর্ণনা দেন। তাকে মারমা ভাষায় ধারা বর্ণনায় সহায়তা করে ঈশিতা বসু ও ত্রিপুরা ভাষায় ধারা বর্ণনায় সহায়তা দেয় শিউলী ত্রিপুরা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও জেলার পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মহালছড়ি, লক্ষ্মীছড়ি এবং রাঙামাটি জেলার কাউখালী, নানিয়ারচর কুদুকছড়ি, বাঘাইছড়ি ও সাজেকে ইউপিডিএফ’র দুই যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ
ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই
পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক
কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু
অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা
অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ
পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত

আর্কাইভ