মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি মেডিকেল কলেজের ২৯জন চিকিৎসককে রাঙামাটি ও বান্দরবান জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন
রাঙামাটি মেডিকেল কলেজের ২৯জন চিকিৎসককে রাঙামাটি ও বান্দরবান জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন
নির্মল বড়ুয়া মিলন :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) অতিমারী সুষ্ঠভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর রাঙামাটি মেডিকেল কলেজের ৬১ জন চিকিৎসকের মধ্যে ৩৪ জন চিকিৎসককে বান্দরবান ও রাঙামাটি জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করে গতকাল ৫ জুলাই সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করেন।
রাঙামাটি মেডিকেল কলেজের সংযুক্তিতে রাঙামাটি জেলা হাসপাতালে বদলীকৃত ১৮ জন চিকিৎসকরা হলেন, ডা. মুরাদ মোহাম্মদ ফয়সাল হিরো, কোড (১৩৪৫৭৬), ডা. এমিতি চাকমা (১৩০২২০), ডা. ইব্রাহীম ইমাম (১৩০৯৭৯), ডা. আহামেদ তানজিমুল ইসলাম (১২৯৪০৫), ডা. মো. সামছুল আলম (১১৪৭৪৩), ডা. মো. মোকাম্মেল-ই-এলাহী (১৩৪৩২১), ডা. নার্গিস সুলতানা (৪৩৯৩০), ডা. হাসান ইমাম (৪৩৯৬৩), ডা. মোহাম্মদ মঈন উদ্দীন (১১৩২০৬), ডা. মো. হুমায়ুন কবীর (১১৫২৫৯), ডা. মো. বেলায়েত হোসেন ঢালী (১১০০৩২), ডা. মোহম্মদ রিপন (১১১১৯২), ডা. ফাতেমা বেগম (৪৩৯৬৫), ডা. ফরিদ উদ্দীন আহমেদ (১০৯৬৫৫), ডা. সাহে সায়েসতা মোছাররাত (১১৩০৬২), ডা. মোহাম্মদ রাশেদুল হাসান (১১২১১৮), ডা. মো. কামরুল হাসান লোহানী (১০৯৯৪৫) ও ডা. গোলাম মোহাম্মদ তৈয়ব আলী (১১২০৭৭)।
রাঙামাটি মেডিকেল কলেজের সংযুক্তিতে বান্দরবান জেলা হাসপাতালে বদলীকৃত ১৬ জন চিকিৎসকরা হলেন, ডা. মো. আব্দুল্লাহ আল্ মামুন, কোড (১১২৫১৬), ডা. আবু মোহাম্মদ (১১২২২৯), ডা. মোহাম্মদ ফোরকান (১১২৮৯০), ডা. খৃতুরাজ চক্রবর্তী (১১২৮৮১), ডা. মোছা. কোহিনুর পারভীন (১১৩০৮৭), ডা. হাবিবুল ইসলাম চৌধুরী (১১২১২৬), ডা. আবু শহীদ মোহাম্মদ রেজাউল করিম ( ১১২০৫৫), ডা. গৌরব দেওয়ান (১১৩৫৬৪), ডা. মৌমিতা ত্রিপুরা মুমু (১১৩৯৬১), ডা. এস.এম ইশতিয়াক আলী (১০০৮৮৫৯), ডা. নাবীল চৌধুরী (১৩০৯৩৩), ডা. চৌধুরী ফারহানা ( ১৩৫২৭১), ডা. মিল্টন বড়ুয়া (১০০১৬৭০), ডা. নাজনীন আক্তার (১২০৫২৪), ডা. আশীষ কুমার তঞ্চঙ্গ্যা (১২৩০৮৩) ও ডা. মো. আবু নাসের ফয়সাল রেজ (১২২৬২৩)।
স্মারক নং- ৪৫,০০,০০০০, ১৪৭, ১৯, ০১৪, ১৯.-৪৪৮ জারিকৃত প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। বর্ণিত চিকিৎসকগণ করোন ইউনিটে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। চিকিৎসকগণ আগামীকাল ৭ জুলাই বুধবারের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় ৮ জুলাই বৃহস্পতিবার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত হিসাবে গণ্য হবেন মর্মে কঠোর নির্দেশনা রয়েছে।
এদিকে ডা. মোহাম্মদ ফোরকান (১১২৮৯০), ডা. নাবীল চৌধুরী (১৩০৯৩৩), ডা. মিল্টন বড়–য়া (১০০১৬৭০), ডা. মো. সামছুল আলম (১১৪৭৪৩) ও ডা. মো. মোকাম্মেল-ই-এলাহী (১৩৪৩২১) এই ৫জন চিকিৎসক রাঙামাটি মেডিকেল কলেজে কর্মরত নয় বলে জানান রাঙামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান।
আজ ৬ জুলাই মঙ্গলবার দুপুর ২টা মধ্যে ২৯ জন চিকিৎসককে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে ছাড়পত্র (অবমুক্ত) দেয়ার কথা নিশ্চিত করেন রাঙামাটি মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগ।
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন শৃঙ্খলা সম্পর্কিত সমন্বয় সভার সভাপতি ভুমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মশিউর রহমান (সচিব) গতকাল ৫ জুলাই সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি রাঙামাটি মেডিকেল কলেজ, নির্মানাধীন সেন্ট্রাল অক্সিজেন প্লান, করোনা সংক্রমন ওয়ার্ড, রাঙামাটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নতী করণ প্রকল্পের আগ্রগতী ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
এসময় রাঙামাটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।