রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বাংলাদেশ ভূমিহীন সংহতি রাঙামাটি জেলা কমিটি গঠন
বাংলাদেশ ভূমিহীন সংহতি রাঙামাটি জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: ১৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় বাংলাদেশ ভূমিহীন সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি গঠনের লক্ষে মো. আবুল হাসেম এর সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমিহীন নাগরিক জুঁই চাকমা বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটি পার্বত্য জেলায় খাসজমি ব্যবস্থাপনায় আওতায় ভূমি বন্দোবস্ত প্রদান বন্ধ থাকায় এতে পাহাড়ি-বাঙ্গালী ভূমিহীনগণ চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিনিয়ত হারাচ্ছে তাদের বাপ-দাদার ভিটাসহ ভূমির অধিকার। তিনি বলেন, ভূমিহীন নাগরিকগণ বছরের পর বছর যাবত আবেদন করার পরও খাসজমি ব্যবস্থাপনায় ভূমিহীনদের নামে খাসজমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছেনা। যুগের পর যুগ ধরে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকদের ভূমিহীন করে রাখা হয়েছে। দেশের সংবিধান মোতাবেক গঠিত বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রালয়ের নাগরিক সেবা থেকে বঞ্চিত। রাঙামাটি পার্বত্য জেলার ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত পাওয়ার অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সহযোগি সংগঠন বাংলাদেশ ভূমিহীন সংহতি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি গঠনের প্রস্তাব করেন সংগ্রামী নারী জুঁই চাকমা।
উপস্থিত ভূমিহীন নাগরিকগণের সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ ভূমিহীন সংহতি, রাঙামাটি পার্বত্য জেলার ১৭ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ভূমিহীন সংহতি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পার্বত্য অঞ্চলের গবেষক কলামিষ্ট,মানবাধীকার কর্মী ও বিশিষ্ট সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে।
বাংলাদেশ ভূমিহীন সংহতি, রাঙামাটি পার্বত্য জেলার আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন, আহবায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহবায়ক রবিধন কারবরী, এয়াকুব আলি, সদস্য সচিব জুঁই চাকমা, সদস্য আহাম্মদ আলি, প্রীতি বিকাশ চাকমা, শিখা চাকমা, বকুল বড়ুয়া, জিনা চাকমা, রেনুকা চাকমা, পতলা চাকমা, মুক্তা বড়ুয়া, ছায়া রানী চাকমা, আরতি চাকমা, বৈশাখী বড়ুয়া ও চম্পা চাকমা।
উক্ত বাংলাদেশ ভূমিহীন সংহতি, রাঙামাটি পার্বত্য জেলার আহবায়ক কমিটি জেলার ১০ উপজেলা ও ২টি পৌর এলাকার ভূমিহীনদের সাথে আলাপ আলোচনা করে উপজেলা এবং পৌর কমিটি গঠনের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।