বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে ভারতীয় ওষুধসহ আটক-১
খাগড়াছড়িতে ভারতীয় ওষুধসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াছু সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৬লাখ ২৫হাজার ৮৪০ পিস ভারতীয় ওষুধসহ দ্বীন মোহন ত্রিপুরাকে (২৪) আটক করেছে পুলিশ।
বুধবার(২৯ মার্চ ) সকালে মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয় জানান।
ওসির দিক নির্দেশনায় মাটিরাঙ্গা থানার এসআই মো. সাদ্দাম হোসেন ও মাটিরাঙ্গা থানার এ এসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স নিয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদয় পাড়া দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত রাখা ৬লাখ ২৫হাজার ৮৪০পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দ্বীন মোহন ত্রিপুরাকে আটক করে পুলিশ।
আটক দ্বীন মোহন ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের একই ওয়ার্ডের চাঁন মোহন ত্রিপুরা প্রকাশ কুলি ত্রিপুরার ছেলে।
পুলিশের তথ্য মতে, ১০বস্তায় ৬লাখ ২৫হাজার ৮৪০টি যৌন উত্তেজক, গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ভারতীয় অবৈধ ওষুধ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩১লাখ ২৯হাজার ২’শ টাকা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকারিয়া জানান, আটক ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।