রবিবার ● ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বীর মুক্তিযোদ্ধা বাদল পালের পরলোকগমন
বীর মুক্তিযোদ্ধা বাদল পালের পরলোকগমন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের পশ্চিম পাড়ার বিশিষ্ট মুরব্বী,বীর মুক্তিযোদ্ধা বাদল পাল সুমঙ্গল(৭৫) গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন । ১৪ এপ্রিল সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের নের্তৃত্বে একদল পুলিশ সদস্যের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর শ্মশানে শেষকৃত্য অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাসহ অন্যান্য নের্তৃবৃন্দ। বাদল পালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায় ও সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শোক জ্ঞাপনকারী তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন
নবীগঞ্জ :: নবীগনজ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ বাংলা উপলক্ষ্যে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন ১৫ এপ্রিল ১ লা বৈশাখ শনিবার রাতে নবীগঞ্জ মধ্যবাজার প্রয়াত মিহির লাল সরকারের বাসায় অনুষ্টিত হয়। অনুষ্টানালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ! সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,তাপসবনিক শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,শিক্ষক সুব্রত দাশ, কানু লাল দাশ,নরেশ দাশ,শংকর গোপ, দিপন দাশ,জয়হরি দেব,রীনা রানী সরকার,লীলা সরকার,কাজল গোপ,মাধবী সরকার রিমি,অনিক সরকার, হৃদয় শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।