শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়ে মুসলমান ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করবেন। তিনি অসহায় ও দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, এবার জনগণের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির হবে। ঈদযাত্রায় ভোগান্তি ও দূর্ঘটনা এডাতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল হতেও তিনি অনুরোধ জানিয়েছেন।