বুধবার ● ২৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে হেল্পফুল ফাউন্ডেশনের সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান
ঘোড়াঘাটে হেল্পফুল ফাউন্ডেশনের সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে “হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট ” এর নির্বাচিত সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ঘোড়াঘাট কে.সি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে সংস্থার নির্বাচিত ৪ জন স্বেচ্ছাসেবীকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৬ মাসে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের উপর মূল্যায়ন করে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা মারান্ডি, রিংকু ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান বাবু ও সদস্য এসএম সিফাত ইসলাম কে সেরা স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি নাহিদ ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য সজল মিয়ার সঞ্চালনায় সাধারণ সম্পাদক রাকিব হাসান সৈকতের শুভেচ্ছা বক্তব্য শেষে আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের ক্লাবের সাবেক আহবায়ক ও রানীগঞ্জ দ্বিতীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনজিলা আক্তার, সমাজসেবক মাহফুজুল হক, জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংস্থা “পল্লী বিকাশ সহায়ক সংস্থা- পিবিএসএস” এর সংস্থা স্থাপন প্রস্তুতি কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান কবির প্রমুখ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, মুন মন্ডল, আব্দুল্লাহ আল নোমান, সাবেক সাধারণ সম্পাদক সাদনান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ফাহিম, সাংগঠনিক সম্পাদক মারুফ ইসলাম, অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সবাই মিলে করবো কাজ, গড়বো মানবতার সমাজ এই স্লোগানকে সামনে গত ৭ আগস্ট ২০২২ইং তারিখে হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট নামে এই সংগঠন আত্মপ্রকাশ করে মুমূর্ষু রোগীদের রক্ত দান, রক্ত সংগ্রহ, রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, শীতবস্ত্র বিতরণ, বেকারত্ব দূরীকরণে সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।