বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদের হামলা আহত-১২
ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদের হামলা আহত-১২
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিলে হেযবুত তওহীদের অতর্কিত হামলায় ইত্তেফাকুল উলামার সদস্য ১২ জন আহত হয়েছে। বুধবার বিকেলে ওই ঘটানাটি ঘটে উপজেলার উচাখিলা বাজারে। খবর পেয়ে তাৎক্ষণিক ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার উচাখিলা বাজারে আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামার উচাখিলা ইউনিয়ন শাখার পক্ষে হেজবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পাট বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচাখিলা-লক্ষিগঞ্জ সড়কে আসার পর পেছন থেকে হেযবুত তওহীদের লোকজন হামলা করে। এতে ইত্তফাকুল উলামার ১২ জন সদস্য আহত হয়। আহতদের মধ্যে মাও. আবু নাঈম (৩০)’ হাফেজ মাও. আসাদ উল্লাহ (৩০)’ হাফেজ মিজানুর রহমান (২৫)কে গুরুতর অবস্থায় ময়মনিসংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের বিষয়টি নিশ্চিত করেন ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সভাপিত মাও. আব্দুস সাত্তার।
বিষয়টি নিয়ে ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও. আক্তারুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে হেযবুত তওহীদের কিছু সদস্য ইসলামী শরীয়া ও রাষ্ট্রীয় আইনের প্রচলিত বিয়ে, নামাজ, রোজা, হজ্বসহ ইসলামের নানান বিষয়ে মানুষকে ভুল বুঝিয়ে ইসলাম বিরোধী কর্মকান্ড করে আসছে। এরই প্রতিবাদে ও সাধারণ মানুষকে সচেতন করতে ইত্তেফাকুল উলামা উচাখিলা শাখার পক্ষে বুধবার বিকেলে উচাখিলা বাজারে শান্তিপূর্ণ ভাবে একটি প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে হেজবুত তওহীদের সদস্যরা দেশিয় অস্র নিয়ে প্রায় ১২/১৩ জনকে আহত করে। ২৪ ঘন্টার মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, হেযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামা সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ঈশ্বরগঞ্জ সাংবাদিকদের সাথে তূর্ণর মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জ :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়নের প্রত্যাশ ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে গৃহীত পদক্ষেপে অবদান রাখার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. পলাশ গুণ, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রবি, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাশিপের সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল প্রমুখ।