বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আরসিটির সাংস্কৃতিক সন্ধ্যা ৬ মে
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আরসিটির সাংস্কৃতিক সন্ধ্যা ৬ মে
লন্ডন :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, ঈদ পুনর্মিলনী এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৬ মে সন্ধ্যা ৬টায় সেভেন কিংস রোডের মেথডিস্ট চার্চে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত ২৩ এপ্রিল, রবিবার বিকালে সাড়ে ৫টায় আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের Newburypark এ র 126 oaks lane -এর বাসভবনে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সভাপতি রাজা তৃতীয় চার্লসকে অগ্রিম অভিনন্দন জানান এবং তাঁর সম্মানে ৬ মে আয়োজিত অনুষ্ঠান সফল করার জন্য আরসিটির সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
বৈঠকে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন আরিসিট ‘র সাধারন সম্পাদক ফানু মিয়া, যুগ্ম সাধরন সম্পাদক নিয়াজ চৌধুরী শুভন, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রচার ও প্রকাশন সম্পাদক মিছবাহ জামাল, মিসেস সুফিয়া খানম উদ্দিন, মোহাম্মদ ওসমান রাব্বি প্রমুখ ।